সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ: একজন গ্রেফতার

রাঙামাটির সাজেক ভ্রমণে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৬)। সে সাজেক দাড়িপাড়া গ্রামের অনিল চাকমার ছেলে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, অপহরণের ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে। আজ সকালে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দানপ্রিয় চাকমার রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, অপহরণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সাজেক থানায় মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে যৌথবাহিনী। অপহরণের সাত ঘণ্টা পরে সাজেকের দাড়িপাড়া থেকে তাকে উদ্ধার করে যৌথবাহিনী।