সাতক্ষীরায় ম্যাটসের চিকিৎসক ও শিক্ষার্থীদের ধর্মঘট

সারা দেশের মতো চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অবস্থান করে এই ধর্মঘট পালন করছেন ম্যাটসের ইন্টার্নশিপ ও ডিপ্লোমা চিকিৎসকরা।

সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের চার দফা দাবি মানতে হবে। ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স বাতিল করতে হবে। বাংলাদেশ অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করতে হবে। কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দিতে হবে। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী বাস্তবায়ন, ইন্টার্নশিপ বহাল অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।’

তারা আরও বলেন, ‘তৃণমূলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য চার দফা দাবি আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে যে বা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’