সুন্দরবনে ৫০০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবনে শিকার নিষিদ্ধ ৫০০ কেজি কাঁকড়া জব্দ করেছেন বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরার সহকারী রেঞ্জার নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের চৌদ্দরশি ব্রিজ এলাকা থেকে দুটি ট্রলারসহ কাঁকড়াগুলো জব্দ করেন। এ সময় দুই জেলেকে আটক করা হয়।

আটক দুই জেলে হলো– চৌদ্দরশি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ওবাইদুল ইসলাম এবং বেদকাশি গ্রামের আব্দুল খালেকের ছেলে বিল্লাল হোসেন।

অপর এক অভিযানে সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকা খলিসাবুনিয়া খাল থেকে তিন জেলেকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকাসহ আনুষঙ্গিক মালপত্র জব্দ করেন বনকর্মীরা।

আটক তিন জন হলো– নাপিতখালী গ্রামের আজিজ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার ও রশিদ গাজীর ছেরে বিল্লাল হোসেন, চাঁদনীমুখা গ্রামে সোহর গাজীর ছেলে মোক্তার হোসেন।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, জব্দ ৫শ’ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।