মেঘনায় ট্রলারডুবি: একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৫

মুন্সীগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জন।

নিখোঁজরা হলেন– জান্নাতুল মাওয়া (১০), সাফা (৪), মারওয়া (৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।

উদ্ধার মরদেহটি সুমনা আক্তার নামে এক নারীর বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ জন যাত্রী নিয়ে ভ্রমণে যাওয়া ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় পাঁচ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন ছয় জন।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপপরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। চিরকিশোরগঞ্জ ঘাটের ৩শ মিটার দূর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।