X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মেঘনায় স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২০:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪০

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনায় নিহত বেড়ে চার জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নয়াচর চক সংলগ্ন মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশরাফ উদ্দিন ওদুদ (৩৬), চরঝাপটা ইউনিয়নের রমজানবেগ গ্রামের বাচ্চু সরকারের ছেলে বাবুল সরকার (৪৮), সদর উপজেলার মাহমুদ গাজী (৪০) ও চাঁদপুরের মো. নাঈম (৩০)।

উদ্ধার ইউনিট প্রত্যয়ের নারায়ণগঞ্জের কমান্ডার ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. ওবায়দুল করিম খান বলেন, ‘শুক্রবার রাতে আমরা শুনেছিলাম বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। তবে ঘটনাস্থলে আসার পরে আমরা নিশ্চিত হয়েছি ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি ক্ষতিগ্রস্ত হয়। নৌযান দুটিতে ১০-১১ জন আরোহী ছিলেন। এ ঘটনায় সকাল পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার হলেও স্পিডবোটচালক নাঈম নিখোঁজ ছিলেন। তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। একপর্যায়ে শনিবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ঝোপ থেকে নাঈমের লাশ উদ্ধার করি আমরা।’

নিহত ওদুদের স্ত্রী ফেরদৌসী জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ট্রলারে গজারিয়ার গুয়াগাছিয়া দিকে যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত মাহমুদ গাজীর বাবা আবুল হোসেন গাজী বলেন, হতাহতরা একটি দাওয়াতে উপস্থিত হতে রাতে স্পিডবোটে করে বের হয়েছিল। আমার ছেলে আগে প্রবাসী ছিল। এখন বেকার। এই দুর্ঘটনায় মারা গেলো।

পুলিশ জানায়, অন্ধকার এবং কুয়াশার কারণে স্পিডবোটটি ট্রলারটিকে দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে তিন জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বলেন, ‘দুর্ঘটনায় একজন নিখোঁজ ছিলেন। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটেছে নদীর এমন একটি স্থানে যার আশপাশে কোনও বসতি নেই। আমাদের কাছে প্রথমে খবর আসে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। পরে দেখা গেছে স্পিডবোটের সঙ্গে ট্রলারের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ একটি বালুমহাল পরিচালনা করতো নৌ ডাকাত নয়ন বাহিনীর লোকজন। দিনের আলোতে নদীর ওই অংশে বালুমহালের অস্তিত্ব না থাকলেও সন্ধ্যা হলেই সেখানে চালু করা হতো বালুমহাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকবার অভিযান পরিচালনা করেও অবৈধ এই বালুমহালটি বন্ধ করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় অবৈধ বালুমহাল চালুর পর আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে তিন-চারটি স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে মহড়া দেয় নয়ন বাহিনীর লোকজন। এই বাহিনীর সঙ্গে কয়েক মাসেও আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছিল।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে অবৈধ বালুমহালের জন্য বাল্কহেড আটক করতে একটি স্পিডবোট ও ট্রলার নিয়ে যাচ্ছিল নয়ন বাহিনী। এ সময় নৌযান দুটিতে ১০-১১ জন আরোহী ছিল। রাতে ঘন কুয়াশার কারণে স্পিডবোটটি পথ দেখতে না পেয়ে ট্রলারে ধাক্কা দিলে ট্রলারটি তলিয়ে যায়। স্পিডবোটটি দুমড়েমুচড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্পিডবোটটি কোনও রুটে চলাচল করতো না। এসব স্পিডবোট নিয়ে রাতে যারা নদীতে বের হয় তারা বেআইনি কাজে যুক্ত বলে জেনেছি। এ দুর্ঘটনায় পুলিশ মামলা করবে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা সেখানে গিয়েছিল; এসব নিয়ে তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে কোনও সম্পর্ক নেই: হেফাজত
শেখ হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে কোনও সম্পর্ক নেই: হেফাজত
মা-মেয়ের গল্পে ‘তুমি রবে নীরবে’
মা-মেয়ের গল্পে ‘তুমি রবে নীরবে’
দুই উপদেষ্টার ৩ সহকারীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
দুই উপদেষ্টার ৩ সহকারীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
গাবতলী হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন
গাবতলী হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ