শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেনীর ছাগলনাইয়ায় ছেলে শিশুকে ধর্ষণের মামলায় আরিফুল ইসলাম (২৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডু বাজার থেকে আরিফকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন সে পলাতক ছিল।

আরিফ ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পশ্চিম ঘোপাল গ্রামের মৃত গনি আহমদের ছেলে। সে স্থানীয় দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিল।

ওসি জানান, গ্রেফতার আরিফ ২০২১ সালের একটি ছেলে শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি।