বগুড়ায় রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলায় দুজন গ্রেফতার হয়েছেন। র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাতে গাবতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। শুক্রবার তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য দিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেনÑ বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামের রবিউল ইসলাম (৪৪) এবং একই উপজেলার লাংলু বাজারের আবু তাহের (৪৫)।
র্যাব কর্মকর্তা জানান, গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে গ্রেফতার দুজন ছাড়াও অন্য আসামিরা শহরের নবাববাড়ি সড়কে পুলিশ প্লাজার পাশে রাস্তায় অবস্থান করে। তারা পরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে হরতালের সমর্থনে মিছিল, পিকেটিং, অটোরিকশা ভাঙচুর এবং বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ এবং রাষ্ট্রবিরোধী নাশকতা করে। এ ছাড়া ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধে আসামিরা জেলার বিভিন্ন স্থানে পিকেটিংসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে, ট্রাকে আগুন ও নাশকতা সৃষ্টি করে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে খবর পাওয়া যায়, সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) এবং পেনাল কোডের কয়েকটি ধারায় মামলার আসামিরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে। গাবতলীর নিজ নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম ও আবু তাহেরকে গ্রেফতার করা হয়।