খাগড়াছড়িতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিক্ষোভ

শফিকুল ইসলাম রাসেল নামে খাগড়াছড়ি বাজারের এক গাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গত ছয় দিন ধরে ওই ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তার সন্ধান দাবি করা হয়েছে প্রশাসনের কাছে।

বুধবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বহু মানুষ। পরে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘গত ৯ নভেম্বর বাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শফিকুল ইসলাম রাসেল। এরপর আর না ফেরায় খোঁজখবর করেন পরিবারের সদস্যরা। কোনও সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এর মধ্যেই শফিকুলের মোবাইল ফোন থেকে কল করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে নিয়েছে অজ্ঞাতরা।’

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী রাসেলের সন্ধানের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।