কুড়িগ্রামে জামায়াতের ৮ নেতাকর্মী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল থেকে আট জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদের আটকের পর মামলা দিয়ে দুপুরে আদাল‌তে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটক ব্যক্তিরা হলেন– উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত কাজম আলীর ছেলে ফজলুল হক (৬০), হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে এনামুল হক (২৩), মৃত বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) এবং হজরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)।

পুলিশ জানায়, হরতালের সমর্থনে সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে একটি মিছিল বের করে জামায়াত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মি‌ছিল থে‌কে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। প‌রে তা‌দের আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ার হোসেন ব‌লেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক নীল-নকশার তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বর জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় হরতালের সমর্থনে সোমবার সকালে মি‌ছিল বের করে জামায়াতে ইসলামী। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে আট জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অন‍্যায়ভাবে নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

ওসি রুহুল আমিন ব‌লেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান এবং রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে আদাল‌তে পাঠা‌নো হয়েছে।’