চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানচুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে সদর উপজেলার জালশুকা এলাকার মেসার্স মাম ফুডেক্স নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর আগে সতর্ক করার পরেও অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি, স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান বা হ্যান্ডওয়াশ না থাকা, অনুমোদনবিহীনভাবে বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সঙ্গে সংরক্ষণ করে বিক্রয় ও যথাযথভাবে মোড়কীকরণ বিধি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাশেদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর জিনিসগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।