বিভিন্ন দূতাবাসে দেওয়া বিএনপির চিঠি কাজে আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিভিন্ন দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘এরকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনও কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চান।’