বেনাপোল ইমিগ্রেশনের বন্ধ হওয়া ইন্টারনেট সার্ভার সচল

অবশেষে সচল হয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার। ফলে পাসপোর্ট যাত্রীদের স্বাভাবিক নিয়মে পারাপার শুরু হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সার্ভার ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে সার্ভার প্রকৌশলী এসে মঙ্গলবার সকালে কাজ শুরু করলে সকাল সাড়ে ১১টায় সার্ভার সচল হয়। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সার্ভার সমস্যা থাকায় যাত্রীদের পাসপোর্টে বহির্গমন ও আগমন সিল মারার আগে ইডিকার্ডে পরিপূর্ণভাবে নাম ঠিকানা ও জিডি নম্বর ব্যবহার করা হয়।

সার্ভার বিকল থাকা অবস্থায় কোনও অপরাধী যাতে পালিয়ে ভারতে যেতে না পারে সেদিকে কঠোর নজর রাখা হয়।

 

/জেবি/টিএন/