খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় গাছ কেটে সড়কে ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ আছে। উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
শুক্রবার ভোররাত ৪টায় অবরোধকারীরা এই গাছ কেটে সড়কে ফেলেছে বলে নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরানোর কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে গাছ সরিয়ে সড়ক যান চলাচলের জন্য চালু করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।