গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক আবুল হাসান (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় (বিআরটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আবুল হাসান কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুপুরে লাঞ্চ বিরতিতে খাবার খেয়ে বাইসাইকেলে কারখানায় যাচ্ছিলেন আবুল হাসান। মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির সাদিয়া পরিবহন নামে বাস তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি স্থানীয় টিএম ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং লিমিটেড কারখানায় ওয়েট প্রসেস অপারেটর পদে চাকরি করতেন।

তিনি আরও জানান, পুলিশ নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।