রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

নিহত ইমাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-জি/১২-এর মনি উল্লাহর ছেলে।

ওসি বলেন, ‘উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছিলে। এ সময় লোকজন দেখে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হোসেনের।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’