ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে যশোরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে যশোরে প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেক কম লক্ষ করা গেছে। শীত কিছুটা বেড়েছে।
রিকশাচালক আব্দুল হালিম বলেন, ‘বৃষ্টির কারণে সকাল থেকে খুব কম প্যাসেঞ্জার পাচ্ছি। মালিকের ভাড়া দিয়ে যে টাকা থাকে, তাতে এমনিতেই সংসার চালানো দুষ্কর। তারপরে যদি এমন বৃষ্টি হয় তাহলে অবস্থা শোচনীয় হয়ে যায়।’
এদিকে, এই বৃষ্টিতে যদি জমিতে সেচ দেওয়া না থাকে তাহলে তেমন কোনও সমস্যা হবে না বলে জানান যশোর সদরের আব্দুলপুর গ্রামের কৃষক আমিন উদ্দিন। তিনি বলেন, ‘আমার ক্ষেতে এখন উন্নত জাতের ফুলকপি, পটল আর পেঁয়াজ রয়েছে। যেহেতু এর মধ্যে জমিতে সেচ দিইনি সে কারণে ক্ষেতের সমস্যা হবে না। তবে যারা সেচ দিয়েছেন, তাদের একটু সমস্যা হতে পারে।’
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। শুক্রবার দুপুর নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।