প্রকাশ্যে টাকা বিতরণ, নৌকার প্রার্থী আনোয়ার খানকে শোকজ

নির্বাচনি মাঠে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. আনোয়ার খানকে শোকজ করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের নির্বাচনি অনুসন্ধান কমিটি ও নোয়াখারী জেলার সিনিয়র সহকারী জজ পলাশ বর্ধন স্বাক্ষরিত নোটিশে শোকজের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, লক্ষ্মীপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনি আচরণ বিধিমালা অমান্য করে কতিপয় ব্যক্তির মাঝে নগদ টাকা বিতরণ করেন। নগদ টাকা বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নিরার্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে অভিযোগ করেন।
সেই সঙ্গে টাকা বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি অনুসন্ধান কমিটির বরাবরে দাখিল করেন। আপনার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সেজন্য শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।