সাংবাদিকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ও অস্ত্র ঠেকিয়ে জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিকের মোটরসাইকেল এবং নগদ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর-মাঝুখান সড়কের মাটিকাটা (আমতলী) এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে উপজেলার সুত্রাপুর যাচ্ছিলাম। পথে আমতলী এলাকায় সড়কের ওপর গাছ ফেলে দুর্বৃত্তরা ব্যারিকেড দেয়। পরে দেশি অস্ত্র ঠেকিয়ে আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে সড়কের পাশে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। ব্যাগ তল্লাশি করে দীপ্ত টিভির বুম দেখে সাংবাদিক বুঝতে পেরে দুটি মোবাইল ফোন ফেরত দেয়। তারা হেলমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা, মোটরসাইকেল ও ব্যাগে থাকা ছয়-সাত কেজি মাছ লুটে নেয়। নিজ চেষ্টায় আধ ঘণ্টা পর হাত-পা, মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসি। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আশা করছি, দ্রুত অপরাধীদের ধরতে পারবো।’