রেল যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি: জিল্লুল হাকিম

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আমরা রেল যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা হবে।’ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী ও গোয়ালন্দে যেসব ট্রেন বন্ধ করা হয়েছে সেগুলো চালু করা হবে। গোয়ালন্দের মতো ঐতিহ্যবাহী এলাকায় ট্রেন চালু হবে না, এটি হতে পারে না। আমার কাজ জনগণের সুবিধা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্যসহ যাতায়াত ব্যবস্থা সহজতর করা।’

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানিয়েছেন। আমি এটি নিয়ে বহুবার সংসদে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হবে। দ্বিতীয় পদ্মা সেতু যদি নির্মিত হয় তাহলে অটোমেটিক নদীশাসন হয়ে যাবে। তারপরও আমি নদীশাসনের ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলবো। আমাদের এ অঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর অনেক টান আছে, টান না থাকলে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দিতেন না।’

রেলের জমি উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, রাজবাড়ীতে যে লোকোশেড ছিল সেটি জীবিত করা হবে। সেখানে ট্রেনের স্পেশাল কোচের মেরামত করা হবে। লোকেশেডের বেহাত হওয়া জমি উদ্ধার করা হবে। রেলের কোনও জমি বা সম্পদ কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না।'

পূর্ণমন্ত্রী হওয়ার পর আজই জিল্লুল হাকিম প্রথম নিজ জেলায় প্রবেশ করলেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগ ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।