X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২০:০৭আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:০৭

লোকোমাস্টার (চালক) ও স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ হয়েছিল বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তিনি বলেছেন, ‘ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দায়িত্বশীলরা। কারণ একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটি কখনও আশা করা যায় না। আমি আশা করবো, সবাই দায়িত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করবে এবং দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত করবে। এ ঘটনায় ইতোমধ্যে তিন জনকে বরখাস্ত করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। তখন দোষীদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের রেলগেট লেভেল ক্রসিং গেটে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ হয়। এতে রাজধানী ঢাকা-খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সাত ঘণ্টা পর বুধবার সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের থেকে লিখিত জবাব চাওয়া হবে। একইসঙ্গে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই