আখাউড়া স্থলবন্দরের দুই কর্মকর্তা প্রত্যাহার

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের দুই কাস্টমস কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা সদর দফতর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অতিরিক্ত কমিশনার মো. আব্দুল মান্নান সরদার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্তরা হলেন– কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর আসাদুজ্জামান ফারুক এবং শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পাল।

আদেশে জানানো হয়েছে, আসাদুজ্জামান ফারুককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সদর দফতর কুমিল্লার জনপ্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছে। সজিব পালকে ঢাকায় তার সংশ্লিষ্ট দফতরে সংযুক্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এই পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে তারা নানা উপায়ে টাকা আদায় করে থাকেন। টাকা না দিলে কৌশলে করা হয় হয়রানি।

সম্প্রতি এই দুই কর্মকর্তার বিরুদ্ধে এক পাসপোর্টধারী যাত্রীকে মাদক চোরাচালানের প্রস্তাব দেওয়ারও অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও আসে স্থানীয় সাংবাদিকদের হাতে। পরে তাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ এবং প্রচারিত হলে মঙ্গলবার বিকালে এক আদেশের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্য হয়ে প্রতিদিন গড়ে ৮শ’ থেকে এক হাজার বৈধ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকেন।