ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উত্তেজিত শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং একটি ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় মহানগরীর কুনিয়া (বড়বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রমিক ও স্থানীয়রা জানান, সকালে কুনিয়া বড়বাড়ি এলাকার সড়ক দিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক এক নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। উত্তেজিত শ্রমিক ও স্থানীয়রা ইট-পাটকেল ছুড়ে ১০ থেকে ১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করে সিটি করপোরেশনের ময়লার ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার জানান, উত্তেজিত শ্রমিকদের সঙ্গে মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে পারেননি।’

গাছা থানার ওসি শাহ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।