আবাসিক ভবনের নিচতলায় তেলের গুদামে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে একটি ভবনে সরিষার তেলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৫টার দিকে লাগা আগুন একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকাল ৫টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকেও দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ভবনটি চারতলা বিশিষ্ট। এর নিচতলায় একটি সরিষার তেলের গুদাম, দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখা এবং তৃতীয় ও চতুর্থ তলা আবাসিক। নিচতলার গুদামে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় প্রচণ্ড ধোয়া উপরের ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়ে। তখন প্রচণ্ড গরমে ও ধোঁয়ায় এক স্কুল শিক্ষিকার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন ফায়ার সার্ভিস সদস্যরা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়স্থানীয় বাসিন্দা বাবলুর রহমান বলেন, ‘হঠাৎ কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। স্থায়ীয়রা সবাই দৌড়ে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে।’

কালীগঞ্জ উপজেলা মেডিক্যাল অফিসার সম্পা মোদক বলেন, ‘আগুনে দগ্ধ হয়ে সোমা চৌধুরি নামে একজন নারী আমাদের এখানে আসেন। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।’