খামারে আগুন, পুড়ে মরলো গরু

মাদারীপুরের শিবচরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে গরুর খামার। মৃত্যু হয়েছে দুটি গরুর। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণচর তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে দক্ষিণচর তাজপুর গ্রামের মো. কামরুজ্জামান সিপাইয়ের মায়ের দোয়া ডেইরি ফার্মে আগুন লাগে। এ সময় একটি গরুকে আহত অবস্থায় বের করা গেলেও দুটির মৃত্যু হয়। আগুনে গরু রাখার ঘর এবং খড়ের গাদা পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম এসে একঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান বলেন, ‘বিদেশ থেকে এসে ছোট পরিসরে ২০ লাখ টাকা ব্যয় করে গরুর ফার্মটি শুরু করেছিলাম। আমি সবেমাত্র লাভের মুখ দেখা শুরু করেছি। রাতে ফার্মে আগুন লাগলে স্থানীয় লোক ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তিনটি গরু ছিল। গত রাতে আগুনে বড় দুটি গরু মারা গেছে। ঘরটিও পুড়ে গেছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেলো! আমি সরকারের ও সবার কাছে সাহায্য প্রার্থী।’

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ভোর রাত ৪টার দিকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি গরুর মৃত্যু হয়েছে।’