ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘শ্রমিকদের জন্য সরকার বেতন কাঠামো নির্ধারণ করে দিলেও গুলশান স্পিনিং মিল কর্তৃপক্ষ সে অনুযায়ী বেতন দিচ্ছে না। চলতি মাসেই ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছি আমরা। শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। কারখানা কর্তৃপক্ষ সরকারি নিয়ম মানছে না। ঈদের আগে বোনাস দেওয়া নিয়ে কারখানা ম্যানেজমেন্ট টালবাহানা করছে। এখন বাধ্য হয়ে আমরা মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।’ পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরাএ বিষয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, জৈনাবাজার এলাকার গুলশান স্পিনিং মিল কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

গুলশান স্পিনিং মিলের ব্যবস্থাপক জমির উদ্দিন বলেন, ‘শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কেন অবরোধ করেছেন তা বলতে পারছি না।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের ৩টার দিকে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছিল পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। পরে পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষায় তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।’