মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গোড়াই ফ্লাইওভারের কাছে আব্দুল্লাহ পরিবহন নামে একটি বাসে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহেল রানা (২৮) নামে এক জনকে আটক করা হয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান জানান, রাজশাহীগামী আব্দুল্লাহ পরিবহনের বাসে যাত্রীবেশে ওঠে পাঁচ-ছয় জন ডাকাত। তারা চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণে নেয়। এরপর বাসে থাকা যাত্রীদের কাছ থেকে স্বর্ণাঙ্কারসহ মালামাল লুট করে। বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘুরিয়ে পুনরায় ঢাকার দিকে নিয়ে যায় ডাকাতরা। এক পর্যায়ে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়। হাইওয়ে পুলিশের মোবাইল টিম বাসটি থামানোর জন্য সিগন্যাল দিলেও মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির চেকপোস্ট ভেঙে চলে যায়। এ সময় গাড়িটি থামাতে দায়িত্বরত এক পুলিশ সদস্য এক রাউন্ড গুলি করেন। তারপরও গাড়িটি থামানো সম্ভব হয়নি। পরে গোড়াই ফ্লাইওভার থেকে এক ডাকাতসহ বাসটি আটক করে পুলিশ। এর আগে ওই গাড়িতে যাত্রী হিসেবে থাকা নৌ পুলিশের এসআই সুভাষচন্দ্র ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন। তাকে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজিউর রহমান আরও জানান, আটক ডাকাত সদস্য সোহেল রানা ও বাসটি থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাসসহ সন্দেহভাজন একজন থানা হেফাজতে রয়েছে। এই বাসের চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।