সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু

সিলেটের কানাইঘাটে গরু চরাতে গিয়ে মাহতাব উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মাহতাব কানাইঘাটের সড়কের বাজার দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, মাহতাব উদ্দিন তার কয়েকটি গরু নিয়ে হাওরের দিকে যাচ্ছিলেন। পথে তিনি বজ্রাঘাতে মারা যান।