ভূমি অফিসে পাওয়া বোমাসদৃশ বস্তুটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক

গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পরে সেটি গাজীপুর থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল এসে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে বস্তুটি বোমা নয়, সেটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপির) বোম ডিসপোজাল টিমের দলনেতা মামুনুজ্জামান বলেন, ‘কাপাসিয়া উপজেলার রায়েদ ভূমি অফিসে বোমাসদৃশ্য বস্তু দেখে আমাদের অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন সদস্য ওই বস্তুটি পর্যবেক্ষণ করে। সেটি বোমা নয়, নকল একটি ডিভাইস। পরে বোমাসদৃশ বস্তুটি বাইরে নিয়ে এসে দেখা যায়, এটি একটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের সঙ্গে মোবাইলের ব্যাটারি ও তার পেঁচিয়ে একটি ঘড়ি লাগিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।’ 

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করতেই দুই কেজি ওজনের বোমাসদৃশ একটি বস্তু দেখা যায়। ধারণা করা হচ্ছে, বস্তুটি কেউ টিনের চালের নিচের ফাঁকা স্থান দিয়ে ঘরে ফেলে গেছে। এ সময় অফিসের ভেতরের একটি বেসিন ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি ঘিরে রাখে।