হরতালের প্রভাব পড়েনি বাগেরহাট ও মংলা বন্দরে

বাগেরহাটমানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে এবং আটক সব জামায়াত নেতাকর্মীর মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনও প্রভাব পড়েনি বাগেরহাট ও মংলা সমুদ্র বন্দরে।
বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খোলা রয়েছে। জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে যান চলাচল করলেও বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও পরিবহন।
মংলা সমুদ্র বন্দরে বুধবার সকাল থেকেই পণ্য বোঝাই ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভাবিক গতিতে।
জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং, মিছিল-সমাবেশ করার খবর পাওয়া যায়নি।  তবে হরতালে যেকোনও সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটে হরতালের কোনও প্রভার পড়েনি। যেকোনও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
/বিটি/এফএস/