মিতু হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানসহ দুজন। সোমবার (১ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ মামলায় মোট ৫২ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

পিপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিতু হত্যা মামলায় আজ আদালতে আরও দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়েছে। অন্য সাক্ষী মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের এডিসি মো. কামরুজ্জামান। তার সাক্ষ্য সমাপ্ত হয়েছে, তবে জেরা মঙ্গলবার হবে। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত ৫২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। এই মামলায় মোট সাক্ষী ৯৭ জন।’

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিতু হত্যা মামলায় সোমবার আরও দুই জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ৫২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এ মামলায় কাল মঙ্গলবার পরবর্তী তারিখ রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ছেলে আক্তার মাহমুদ মাহিরকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের নির্দেশে ২০২০ সালের জানুয়ারিতে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর পাল্টে যায় মিতু হত্যা মামলার গতিপথ। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই মিতু হত্যার মূল আসামি।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সেই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। তাতে বাবুলসহ সাত জনকে আসামি করা হয়। এরপর ওই বছরের ১০ অক্টোবর সেই অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।