X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০
আদালতে সাক্ষী মোস্তাইন বললেন

বাবুল আক্তারের সোর্স মুছাকে পাঠানো হয় ৪৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৩, ২২:০৭আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২২:০৭

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুছাকে দুই দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৯ হাজার টাকা পাঠানো হয়। এ টাকা মুছার আত্মীয় কাজী আল মামুন তার বন্ধু শেখ মো. মোস্তাইনের বিকাশ নম্বরে গ্রহণ করে। বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য দেন মোস্তাইন।

মোস্তাইন নড়াইলের লোহাগাড়া থানার খলিসাখালি গ্রামের বাসিন্দা।

শেখ মো. মোস্তাইন আদালতে বলেন, ‘কাজী আল মামুন টাকা পাঠানোর জন্য আমার বিকাশ এজেন্ট নম্বর দেন। সেই নম্বরে ২৪ হাজার পাঁচ শ’ টাকা করে দু’দফায় ৪৯ হাজার টাকা আসে। তা ক্যাশ করে নিয়ে যান মামুন। পরদিন ওই টাকা মুছা নামের এক ব্যক্তির কাছে পাঠান তিনি।’

চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ জানান, মিতু হত্যা মামলায় শেখ মো. মোস্তাইন সাক্ষী দিয়েছেন। তিনি কীভাবে বাবুল আক্তারের সোর্স মুছাকে টাকা পাঠিয়েছেন তা জানিয়েছেন। তাকে আজ জেরা করেননি আসামির আইনজীবী। এর আগে সাক্ষী কাজী আল মামুনের অসমাপ্ত জেরা শেষ করেছেন বাবুল আক্তারের আইনজীবী। আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ১৩ মার্চ বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৬ সালের ৫ জুন ছেলে আক্তার মাহমুদ মাহিরকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের নির্দেশে ২০২০ সালের জানুয়ারিতে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর পাল্টে যায় এই মামলার গতিপথ। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই মিতু হত্যার মূল আসামি।

/এমএএ/
সম্পর্কিত
বাবুলের নির্দেশে মিতুকে হত্যা, আদালতকে নিখোঁজ মুছার স্ত্রী
মিতু হত্যা: চার্জশিটভুক্ত এক আসামি গ্রেফতার
মিতুর বাবাকে জেরা করলেন আসামিপক্ষের আইনজীবীরা 
সর্বশেষ খবর
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব
চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর
চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর
জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন
জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন