দিনাজপুরে ২ জনকে পিটিয়ে হত্যা

দিনাজপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ১২টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) এবং উপশহর ৪নং ব্লকের জুয়েলের ছেলে তারেক (১৭)।

এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২টার দিকে দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পেছনের এলাকায় যায়। তা চালকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চালকের চিৎকারে স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে পড়লে রাত ৩টায় তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।