ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি সুমন মিয়াকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল ২-এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী ও আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৮ জুলাই কসবা উপজেলায় সুমন মিয়া শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরদিন একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি দীর্ঘ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত শুনানি শেষে আসামি সুমন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাদীপক্ষের আইনজীবী নাসির মিয়া এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য এ রায় সমাজের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’