বাড়ির সামনে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ধাওয়া করে তাকে হত্যা করা হয়।

তাজবির হোসেন শিহান কালিয়াকৈরের মৌচাক (জামতলা) এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‌‘ভোরে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন শিহান। পথে পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। শিহান দৌড়ে হানিফ স্পিনিং মিলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’