গোপালগঞ্জে আগুনে তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে ঘাঘর বাজারের খেয়াঘাট ভাঙাড়ি পট্টিতে এই ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এবং কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল শেখ বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন ঋণ মওকুফ করে নতুনভাবে ঋণ না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’

কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘাঘর বাজারের ভাঙাড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সোহেল শেখের ভাঙাড়ির দোকান, ইস্রাফিলের অ্যালুমিনিয়াম ও গণেশ ঢালীর সয়াবিন তেলের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোটালীপাড়া থানার ওসি জানান, আগুনের খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে বের করা হবে।