গোপালগঞ্জে ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৩৯০ কেজি ভেজাল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত। তিনি জানান, মাজড়া বাজারের একটি দোকান ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় মাজড়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন মোল্লার দোকান থেকে ৩৯০ কেজি ভেজাল জিংক ও এমওপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুত ও বিক্রি করার দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।