অটোরিকশায় ট্রাকচাপা, ২ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশায় ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– অটোরিকশার যাত্রী নয়ন এবং চালক করিম মিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, কালিয়াকৈরগামী যাত্রীবাহী একটি অটোরিকশা চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী নয়ন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক গুরুতর আহত চালক করিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিন জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।