সিলিন্ডারে ভরে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে সিলিন্ডারে ভরে গ্যাস সরবরাহের অভিযোগে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সিএনজি ফিলিংস্টেশনে অবৈধভাবে রাতের আঁধারে সিলিন্ডারে গ্যাস ভরে কাভার্ডভ্যান, পিকআপ ও ভ্যানগাড়িতে করে সরবরাহ করে আসছে। বুধবার রাতে কর্নগোপ এলাকায় রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কাভার্ডভ্যানে বহন করা বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহের সময় হাতেনাতে ধরা হয়। অবৈধভাবে ও অনিরাপদে গ্যাস সরবরাহের অপরাধে রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়।

ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ম্যানেজার মুচলেকা দেন।