চার কর্মচারী মিলে বাসায় ডাকাতির চেষ্টা, পুলিশের অভিযানে গ্রেফতার ২

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা ভণ্ডুল হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক সংঘের বিপরীতে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টা থেকে ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকাল সাড়ে ৩টায় অভিযান শেষ হয়।

অভিযানে থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম, র‌্যাব ও সেনাবাহিনীর টিম অংশ নেয়।

পুলিশ ওই বাসা থেকে গৃহকর্তাকে ডাকাতদের কবল থেকে উদ্ধারের পাশাপাশি দুই ডাকাতকে গ্রেফতার করেছে। তারা হলো– বায়েজিদ শেখ (১৯) ও আকাশ (২৫)। পালিয়ে গেছে সাব্বির (২০) ও রিয়াদ (২০) নামে দুজন। তারা চার জনই ওই বাসার সাবেক এবং বর্তমান কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

ওই বাসাটি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ লোকমান হাকিমের। তিনি শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবুল খায়েরের জামাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, ভবনটির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। এ ছাড়া পাঁচলাইশ থানায় ফোন করে ওই বাসায় ডাকাত প্রবেশের বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে ওই ভবনটি ঘিরে ফেলে পাঁচলাইশ থানা পুলিশ ও সোয়াত টিম।

অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ডাকাত সদস্যদের আত্মসমর্পণ করতে বলেন তারা। এতে রাজি হননি ডাকাত সদস্যরা দুপুর ২টার দিকে পুলিশ অভিযান শুরু করে। প্রথমে দ্বিতীয় তলার ওই বাসার দরজা ভেঙে পুলিশের সোয়াত সদস্যরা ভেতরে প্রবেশ করে এক ডাকাত সদস্যকে আটক করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘ওই ভবনের দ্বিতীয় তলায় ডাকাতি করাকালে হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করা হয়েছে। চার জন বর্তমান ও সাবেক কর্মচারী মিলে ওই বাসায় ডাকাতি করতে এসেছিল। এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল বায়েজিদ শেখ। সে ওই বাসায় আগে গৃহপরিচারকের কাজ করতো। এ ছাড়া সাব্বির ওই বাসায় মালি এবং আকাশ গৃহপরিচারিকার কাজ করে। রিয়াদ আগে গৃহপরিচারকের কাজ করতো। এ চার জনের মধ্যে সাব্বির ও রিয়াদ পালিয়েছে। গ্রেফতার হয়েছে বায়েজিদ শেখ ও আকাশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডাকাতির সময় গৃহকর্তা লোকমান ছাড়া আর কেউ এ বাসায় ছিলেন না।’

এদিকে, দুপুর থেকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ওই বাসাটি ঘিরে রাখতে দেখে স্থানীয় উৎসুক মানুষের ব্যাপক ভিড় জমে। এক পর্যায়ে ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বেলা আড়াইটার দিকে ওই বাসা থেকে বের হন।

সিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘ওই ভবন থেকে আমরা দুই জনকে আটক করেছি। মূলত ডাকাতির উদ্দেশ্যেই চার জন সাবেক এবং বর্তমান কর্মচারী মিলে ওই বাসায় এসেছিল। তারা গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। পুলিশের সফল অভিযানে গৃহকর্তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ডাকাতি থেকেও রক্ষা পেয়েছে বাসাটি। পালিয়ে যাওয়া দুই জনকে গ্রেফতারে অভিযান চলছে।’