চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিকার জনার্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র মেয়ে সন্তান সাবিজা তাসনীম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসে ফাবিহাকে না দেখে বাড়ির চারপাশে খোঁজ করেন। সে সময় ঘরের পাশে পুকুরের পানিতে লাশ বাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের প্রবাসী ইমরান হোসেনের দুই বছর ছয় মাস বয়সী মেয়ে ইয়াফি ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। 

ওই গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সকাল ১১টায় ঘরে ইয়াফিকে না দেখে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জয়া ধর জানান, শিশু ফাবিহা ও ইয়াফি পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।