কালীগঞ্জের পৌর মেয়র হলেন আ. লীগের মকছেদ আলী

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান মন্টু নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১১২ ভোট।

অপরদিকে, বিএনপির প্রার্থী আতিয়ার রহমান নির্বাচনে তৃতীয় হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৬৬ ভোট। বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান লাল কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ১৯ টি কেন্দ্রের ১২০টি বুথে কালীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন।

 

/টিএন/