পাহাড় থেকে মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপখোলা এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সায়মন মিয়া (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃত সায়মন ওই ইউনিয়নের বায়েক এলাকার সুলতান মিয়ার ছেলে।

একাধিক সূত্র জানায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপখোলা এলাকার পাহাড় থেকে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে। ওই পাহাড়ের মালিক খায়রুল ইসলামের বিরুদ্ধে এ নিয়ে আদালতে মামলাও আছে। কিন্তু কোনোভাবেই পাহাড় কাটা থামছিল না। ওই পাহাড় থেকে মাটি কাটার সময় শ্রমিক সায়মন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পাহাড় থেকে মাটি কাটার সময় আহত হওয়া এক শ্রমিক কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা আছে। ওই পাহাড় থেকে আবারও মাটি কাটতে গিয়ে এক শ্রমিক মারা গেছেন। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।