সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার বারোপোতা এলাকায় সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে একজন বিজিবি সদস্য নিহত এবং আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোজাম্মেল হক (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন ঝালকাঠি জেলা সদরের মোরাসাত গ্রামের বাসিন্দা হাবিলদার দেলোয়ার হোসাইন (৪৫)।

স্থানীয়রা জানায়, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন শার্শার পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হক মাদক আটকের জন্য মোটরসাইকেলে বারোপোতা বাজারে যাচ্ছিলেন। পথে একটি সেতুর সঙ্গে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় উভয় বিজিবি সদস্য মাথায় ও শরীরে মারাত্মকভাবে আঘাত পান। তৎক্ষণাৎ মসজিদ বাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। এবং অপর বিজিবি সদস্য হাবিলদার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়া হয়েছে।