গাজীপুরে একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন– পোশাকশ্রমিক হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) এবং তাদের ছেলে মইনুল ইসলাম (১২)। তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। গাজীপুরে তারা ভাড়া বাসায় বসবাস করেন।
ওসি দগ্ধদের স্বজন লিপি আক্তারের বরাত দিয়ে জানান, রান্না করার জন্য সকালে গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের বাবা, মা ও তাদের স্কুল পড়ুয়া ছেলে দগ্ধ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের লাইন লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান ফোনে জানান, দুপুরে গাজীপুর থেকে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বাবা হারিস মিয়ার ৮৮ শতাংশ, মা আয়েশা আক্তারের ৯০ শতাংশ এবং ছেলে মইনুল ইসলামের ৮৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করা হবে।