ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াহাটি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এ অভিযানের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা ৩ হাজার ৩৩৬টি, ডানম্যাক লাক্সারি চশমা ১ হাজার ৫৭৫টি, জিরো বয়েজ চশমা ১ হাজার ৬৯১টি, লন্ডন চশমা ৯৬০টি এবং কিং চশমা ৮৪০টি। এসব চশমা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।