যেই ভোটের জন্য রক্তদান সেই ভোট এখনও জনগণ পায়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা৷ নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে, কোরবানির আগে মশলার বাজারও চড়া। যেই ভোটের জন্য রক্তদান সেই ভোট এখনও জনগণ পায়নি। জনগণ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধি করবে, যেই দলকে ইচ্ছা সেই দলকে ক্ষমতায় বসাবে৷’

শনিবার বিকালে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়ায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নির্বাচিত সরকার থাকলে যেই কাজগুলো করতে পারতো, বর্তমানে সেই কাজগুলো আটকে আছে।’

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে৷’ 

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন৷

এ সময় ফুটবলপ্রেমী হাজারো দর্শক ছাড়াও জেলা ও মনোহরদী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷