চট্টগ্রাম রাউজানের চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি বাদশা মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ মে) রাতে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাদশা রাউজান বাগোয়ান ইউনিয়নের গরিবউল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী আব্দুল্লাহ ওরফে মানিক রাউজান থানাধীন গরিব উল্লাহপাড়া ভান্ডারী কলোনির সহপাঠী হানিফের ভাড়া বাসায় অবস্থান করছিল। এ সময় মোহাম্মদ মনছুর আলম ও মোহাম্মদ সাইফুলসহ অজ্ঞাতনামা ১৩ থেকে ১৪ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও পিটিয়ে এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে।’
তিনি আরও জানান, নিহত প্রবাসী মানিক গরিব উল্লাহ পাড়া এলাকার বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। গত ৫ আগস্ট পরবর্তীত সময়ে তিনি দেশে ফিরে আসেন এবং স্থানীয় বাজারে ইট, বালু, কংক্রিটের ব্যবসা শুরু করেন। ওই ব্যবসা নিয়ে এলাকার নাছের, আরাফাত এবং অজ্ঞাত ১৩ থেকে ১৪ জন ভিকটিমকে ব্যবসা না করার জন্য হুমকি প্রদান করে আসছিল। হুমকির পরও ব্যবসা পরিচালনা করায় গত ১৯ এপ্রিল রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।