X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৯:০৯আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৯:০৯

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না।’

রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। শহরের জুলাই আন্দোলনস্থল শান্তি মোড় থেকে বের হওয়া জুলাই পদযাত্রা শেষে এ পথসভার আয়োজন করা হয়।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বিএসএফ সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে, হামলা চালিয়েছে, গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব এখন আর সহ্য করা হবে না। যদি সীমান্তে আবারও আগ্রাসন হয়, তাহলে আমরা লংমার্চ করবো, নিজেদের সীমান্ত নিজেদেরই রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। কৃষকের কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তোলার যে ইতিহাস, তা এ জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। আমরা রাষ্ট্রে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছি।’

এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক ওলিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন– কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। এ সময় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। দলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে নাহিদ বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনরারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না।’

তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।’

সরকার পতনের আন্দোলনে গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই গণঅভুত্থানে আপনারা গোদাগাড়ীতে ৫ আগস্ট অসীম সাহসিকতার সঙ্গে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই লড়াইয়ের কারণে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীবাসীর এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি, যখন শুনেছি দেশের জন্য একটা উপজেলায় এ রকম সাহসিকতার সঙ্গে আপনারা লড়াই করেছেন।’

অন্যদিকে, নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা বিলম্বে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৬টায় নগরীর রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজশাহী নগরীর রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়, রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির নেতারা
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ