স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল। পরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে পরিবার।

মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছিল র‌্যাব। সোমবার রাতে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।