‘প্রয়োজন ফুরিয়ে যাওয়ায়’ করিম উদ্দিন ভরসাকে জাপা’র অব্যাহতি!

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে মঙ্গলবার (২৯ মার্চ) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রয়োজন ফুরিয়ে গেছে এই কারণ উল্লেখ করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাপা সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী করিম উদ্দিন ভরসাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

করিম উদ্দিন ভরসা রংপুর-৪ আসন থেকে থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রংপুর থেকে স্থানীয় সূত্র জানিয়েছে, করিম উদ্দিন ভরসা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এমন আভাস পেয়ে আগাম তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। তার ছেলে এরই মধ্যে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

/এফএস/টিএন/